কাউনিয়া (রংপুর)প্রতিনিধি►
চাতক প্রতীক্ষায় আর না, তিস্তা কর্তৃপক্ষ গঠন করে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলতি অর্থবছরে শুরুর দাবিতে রংপুরের কাউনিয়ায় গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার, ১২ জুলাই) বিকেলে উপজেলার তিস্তা সেতু এলাকায় এ গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কাউনিয়া শাখার সহ-সভাপতি সামছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাফার সঞ্চালনয় এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রহমান আশিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, আরিফা ফুড প্রোডাক্টের পরিচালক আতাউর রহমান, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ আলী, উপজেলা শাখার সহ-সভাপতি মোক্তার হোসেন, অনিল চন্দ্র, উপজেলা শাখার সদস্য গণেশ কুমার দেব শর্মা প্রমুখ।
একই সময়ে একই দাবিতে কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের হয়বতখাঁ টাবুর চরে তিস্তা নদীর পারে একই কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় বক্তারা পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহা পরিকল্পনার কাজ বাস্তবায়নের জন্য দাবি জানান।