নিজস্ব প্রতিবেদক ►
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ‘এক পল্লী এক পণ্য’ মডেলে সৃজিত পণ্য ভিত্তিক পল্লী পরিদর্শন ও মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর এমব্রয়ডারি পল্লীতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
বিআরডিবি প্রকল্প কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়ার আরডিএ’র প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো: খলিল আহমেদ, গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্প পরিচালক ও বিআরডিবির উপ-পরিচালক মো. আব্দুস সবুরসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এর আগে মন্ত্রী ‘এক পল্লী এক পণ্য’ মডেলে সৃজিত পণ্য ভিত্তিক পল্লী পরিদর্শন করেন এবং মহিলাদের কার্যক্রম দেখে তিনি অভিভুত হন।
মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ফলে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে বেশী দুরে নয়। খুব শ্রীঘই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।