Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৯

৯ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

৯ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

মাধুকর ডেস্ক►
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে রংপুর এক্সপ্রেসের বগি উদ্ধার হলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের তারাবাড়ি এলাকায় লাইনচ্যুত হয় রংপুর এক্সপ্রেসের ৫টি বগি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া বলেন, তারাবাড়ি এলাকায় রংপুর এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হননি। তবে ঢাকা-উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী বলেন, রংপুর এক্সপ্রেসের ১৬টি বগির মধ্যে ১টি বগি লাইনচ্যুত হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল কমিউটার ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ঢাকায় নিয়ে যায় বলেও জানান তিনি।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad