হিলি (দিনাজপুর) সংবাদদাতা►
টানা ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। আজ সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে ওই স্থলবন্দরে ফেরে কর্মচাঞ্চল্য।
বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং পহেলা বৈশাখ উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রফতানি বাণিজ্য।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা কয়দিন ছুটি থাকার পর আজ থেকে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করার পর আনলোডের কার্যক্রম শুরু হয়।