মাধুকর ডেস্ক ►
রাজধানীর এভার কেয়ার হাসপাতালের লবিতে হুইল চেয়ারে বসে পরস্পর কুশল বিনিময় করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়া যখন তার বাসভবনের দিকে রওয়ানা দিয়ে হাসপাতাল ক থেকে হুইল চেয়ারে করে যখন লবিতে পৌঁছান, তখন সেখানে খন্দকার মোশাররফ হোসেনও হুইল চেয়ারে করে পৌঁছান। শনিবার দিবাগত মধ্যরাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ হোসেন।
প্রত্যদর্শীরা জানান, পাঁচদিন চিকিৎসা শেষে বাসায় ফিরতে হাসপাতালের কেবিন থেকে বের হচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে ভর্তি ছিলেন মোশাররফ। দলীয় চেয়ারপারসন বের হচ্ছেন শুনে তিনি দেখা করতে হুইল চেয়ারে করে চলে আসেন হাসপাতালের লবিতে। হুইল চেয়ারে মুখোমুখি বসে দুজনেই মৃদু হাসেন।
এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের পুত্র খন্দকার মারুফ হোসেন প্রমুখ।