নিজস্ব প্রতিবেদক ►
সাঘাটায় অটো চালক হত্যাকান্ডের ৪০ দিন পর গাইবান্ধা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার পুলিশ সুপার সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
গাইবান্ধা পুলিশ সুপার কার্য্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের জানানো হয় ,যে সাঘাটা উপজেলার বাদিনারপাড়া বাসিন্দা আজগর আলীর ছেলে অটো চালক রুবেল হোসেন ১৯ মার্চ রাত থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। পরদিন ওই এলাকার একটি ভুট্রাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাঘাটা থানায় ২০ মার্চ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে গাইবান্ধা জেলা পুলিশের একটি টীম হত্যাকারীদের খুঁজে বের করতে তথ্য প্রযুক্তির সহযোগিতা নেয়। এতে ওই হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে গাইবান্ধা পুলিশ অভিযান চালিয়ে ওবায়েদুল ইসলাম,জসিম মিয়া ও রুবেল মিয়াকে ঢাকার জিরাবো এলাকা থেকে গ্রেফতার করে । তাদের দুজনের বাড়ি সাঘাটার বাদিনারপাড়া এলাকায় এবং জসিম মিয়ার বাড়ি বরিশালে। জিঞ্জাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করে ।
গ্রেফতারকৃতরা পুলিশের কাছে জানান,যে ঢাকায় যাওয়ার মতো টাকা না থাকায় তারা অটো ভাড়া নেয় এবং নির্জন স্থানে গিয়ে অটো চালক রুবেল কে শ্বাসরোধ করে হত্যা করে ভুট্রা ক্ষেতে ফেলে রাখে এবং তার অটোরিক্সাটি ৯ হাজার টাকায় বিক্রি করে ঢাকায় যায়। তাদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের কল রেকর্ড থেকে তথ্য পেয়ে চোরাই অটো কেনার অপরাধে সাঘাটার বারোকোনা বাজার এলাকা থেকে সাজু মিয়া ও রেজাউল করিমকে গ্রেফতার করে ।
তারা সবাই এই অটোচালক রুবেল হোসেনকে হত্যা ও তার অটো কেনার সাথে জড়িত বলে স্বীকার করে বলে গাইবান্ধার পুলিশ সুপার মো: কামাল হোসেন জানান। আজ শুক্রবার গ্রেফতারকৃত ৫ জনকে গাইবান্ধার আদালতে সোপর্দ্দ করা হবে বলে জানানো হয়।