Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:১৮

স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে 

স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে 

দিনাজপুর প্রতিনিধি ►

স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে রোগী দেখতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক ম-ল (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার রাত পৌনে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক। আর তার স্ত্রী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

নিহত আব্দুল মালেক ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আমাদের কাছে এখনো পরিবারের কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad