Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০০

সৈয়দপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জেল ও জরিমানা

সৈয়দপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জেল ও জরিমানা

সৈয়দপুর প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটার মালিককে পনেরো দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। এতে বিভাগীয় পরিচালক ও নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ও নীলফামারী সহকারী কমিশনার ও নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ উপস্থিত হতে ছিলেন। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিস এর একদল সদস্য তাঁদের সহযোগিতা করেন।

জানা যায়, সৈয়দপুর পার্বতীপুর রোডের চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত মেসার্স আর এসবি ব্রিকস অনুমোদন বিহীনভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে এর মালিক দিল মোহাম্মদ এর মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অপরদিকে মেসার্স এন আর বি ব্রিক্স নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করে পরিচালনা করার অপরাধে ভাটার মালিক মো. সফিকুর রহমান এর পনেরো দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ সময় ইটভাটা দুইটির কেলন স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়াসহ ফায়ার সার্ভিসের মাধ্যমে কিলনে পানি দিয়ে আগুন নেভানো হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট করা হয়।

রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, (২০১৩ সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে তিন ল পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও আরেকটি ভাটার মালিককে পনেরো দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, ‘অনুমোদন ব্যতীত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। ইটভাটার কিলনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। ইটভাটায় মাটি সংগ্রহ না করার জন্য সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad