সাঘাটা প্রতিনিধি ►
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও গাইবান্ধা-৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেন্ত্রেী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ যেমন পৃথিবীতে উন্নয়নের রোল মডেল, তেমনি বাংলাদেশ আ.লীগ সাংগঠনিক বর্তমানে পৃথিবীর রোলমডেল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশ ব্যাপী আ.লীগ সহ অঙ্গসংগঠনের সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম চলছে। এতে নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সহ দলীয় সম্প্রীতি সৃষ্টি হয়েছে। এই ধারা অব্যহত থাকলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ ভোটেই আ.লীগ আবারও ক্ষমতায় আসবে । আ.লীগের বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না।
আজ শনিবার সকাল ১০ টায় গাইন্ধার সাঘাটা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ,নবায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী সেচ্চাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মোনোয়ারু ইসলাম বিপুল,বিশেষ বক্তা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের সদস্য জামিল আকম্মেদ, আওয়ামী সেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আ.লীগের সহ-সভাপতি আনারুল ইসলাম মন্ডল,সাঘাটা উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন।
সাঘাটা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সাব্বির এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্ত রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি হায়দার আলী, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, আ.লীগ নেতা খায়রুল বাশার রুবেল, উপজেলা মহিলা আ.লীগ নেত্র লাভলী বেগম প্রমুখ। সভা শেষে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও সদস্য সবায়ন করা হয়।