সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও করড এইডের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সঙ্গ প্রকল্পের নিউট্রেশন এ্যাডভাইজার মনিরুজ্জামান মুকুল, উদ্ধর্তন মনিটরিং কর্মকর্তা হাবিব সাট্রি, কেয়ার বাংলাদেশের মনিটরিং অফিসার লাইজু আক্তার, এসকেএস ফাউন্ডেশনের সৌহার্দ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ, আরডিআরএস উপজেলা কো-অডিনেটর এস এম আরিফুজ্জামান, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার হাবিবুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।