সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ১৭ মে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, স্মার্ট বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সফিউল আলম সরকার, আব্দুল হান্নান সরকার, আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান আকন্দ শাকিল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, শ্রমিক লীগ সভাপতি গণেশ শীল প্রমূখ। এর আগে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জননেত্রী শেখ হাসিনা'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরশহরে প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।