সুন্দরগঞ্জ প্রতিনিধি►
সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষক দিবস পালনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ৫ অক্টোম্বর যথাযথ মর্যাদায় সরকারি ভাবে শিক্ষক দিবস পালনের লক্ষে আজ বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন নুরী, প্রধান শিক্ষক আখতারুজ্জামান সরকার, আহসান হাবিব, মোফফাখারুল ইসলাম বসুনিয়া, আব্দুল মান্নান আকন্দ, সুপার ইয়াকুব আলী, গোলাম রব্বানী, এস এম জিয়াউল ইসলাম প্রমুখ।
সভায় গত বছরের ধারাবাহিতকায় ঢাক ঢোল বাজিয়ে বনাঢ্যভাবে শিক্ষক দিবব পালনের জন্য র্যালি, আলোচনা সভা করার বিষয় নিয়ে ব্যাপক কর্মসুচি গৃহীত হয়। সরকারি নির্দেশনা মোতাবেক ৫ অক্টোম্বর প্রতিটি কলেজ হতে ১০ জন, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা হতে ৫ জন এবং প্রাথমিক স্কুল হতে ২ জন করে শিক্ষক উপস্থিত হওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।