সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষের জমিসহ পাকা ঘর পেল আরও ৪০ পরিবার। উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পঞ্চম পর্যায়ের গৃহ ও জমির দলিল হন্তান্তর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মনজু মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ। পরে ৪০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিরা।
জানা গেছে, উপজেলায় মোট ঘরের পরিমান ২ হাজার ২৬টি। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৭২টি, ২য় পর্যায়ে ২০০টি, ৩য় পর্যায়ে ৭০০টি, ৪র্থ পর্য়ায়ের প্রথম ধাপে ২৮৯টি এবং ৪র্থ পর্য়ায়ের ২য় ধাপে ২১১টিসহ মোট ১ হাজার ৯৫১টি এবং পঞ্চম পর্যায়ে ৪০টি ঘর হস্তান্তর করা হয়।