Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১২

সুন্দরগঞ্জে বন্যার পানি কমে যাওয়ায় ডুবে যাওয়া ফসল জেগে উঠছে

সুন্দরগঞ্জে বন্যার পানি কমে যাওয়ায় ডুবে যাওয়া ফসল জেগে উঠছে

সুুন্দরগঞ্জ প্রতিনিধি ►

তিস্তার পানি কমতে শুরু করেছে। গত দু’দিনের ব্যবধানে পানি ২০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলে এবং টানা ভারী বর্ষনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে তিস্তার চরাঞ্চল প্লাবিত হয়ে যেসব জমির রোপা আমনসহ খরিফ-২ মৌসুমের বিভিন্ন প্রজাতের ফসল ডুবে গিয়েছিল তা জেগে উঠতে শুরু করেছে। পানিবন্ধি পরিবার সমুহ বসতবাড়িতে ফিরতে শুরু করেছে। গত সোমবার সরকারি ভাবে পানিবন্ধি পরিবাদের জন্য ৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 

শুক্রবার বিকাল হতে উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর  ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। সোমবার সকাল হতে পানি কমতে শুরু করে। কৃষি অফিসের তথ্যমতে ১০০ হেক্টর জমির ফসল ডুবে গিয়েছিল। ইতিমধ্যে তা জেগে উঠতে শুরু করেছে। সোমবার কৃষি অধিদপ্তরের উপজেলা অফিসার রাশিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, আনিছুর রহমান এসএপিপিও সাদেক হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, লিটন মিয়ার একটি টিম উপজেলার কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নে বন্যার পানিতে ডুবে যাওয়া বিভিন্ন বøকের ফসলের ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের পরমামর্শ দেন।  

হরিপুর ইউনিয়নের চরচরিতাবাড়ি গ্রামের মাহাবুর রহমান জানান, তার ঘরের মধ্যে ঢুকে পড়া পানি নেমে গেছে। পরিজন নিয়ে ইতিমধ্যে উচু আশ্রয় ন্থান হতে বাড়িতে উঠেছে

কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মনজু মিয়া জানান, তার ইউনিয়নের দু’টি চরের পরিবারগুলো এখনও বসতবাড়িতে উঠতে পারেনি। তবে পানি অনেকটা কমে গেছে, ডুবে যাওয়া ফসল জেগে উঠতে শুরু করেছে।  

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম জানান, তিস্তায় পানি কমতে শুরু করেছে। পানিবন্ধি পরিবারদের জন্য ৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad