সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় অংশ নেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ১-০ গোলে জরমনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টে অংশ নেন ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ৩-২ গোলে বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হন ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. রাকিবুর ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষা অফিসার আশিকুর রহমান। পরে চ্যাম্পিয়ান ও বিজীতদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।