সুন্দরগঞ্জ প্রতিনিধি►
সুন্দরগঞ্জ উপজেলা শহরের প্রাণ কেন্দ্র বাহিরগোলা জামে মসজিদ মোড়ের অবস্থিত তিন তলা বিশিষ্ট আমজাদ ভিলার নিচ তলায় জব্বারের জুতার গোডাউনে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জুতার গোডাউন হতে আগুনের সূত্রপাত হয়।
আগুনে প্রায় ১৭ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। পথচারিগণ দোকান ঘরের ভিতর হতে আগুনের ধুয়া বের হতে দেখে চিৎকার করতে থাকে।পরে বাড়ির মালিক জেগে উঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। খবর পেয়ে থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভাতে সহায়তা করে।
ফায়ার সাভিসের স্টেশন ইনচার্জ গোলজার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি বলেন, জুতার গোডাউন ছাড়া অন্য কোন কক্ষের ক্ষতি হয়নি। জুতার দোকানের মালিক আব্দুল জব্বার মিয়া জানান, দোকান ঘরে সাটার লাগানো ছিল। কিভাবে আগুন লাগল তিনি কল্পনা করতে পারছেন না। তার দাবি দোকানে ১৭ লাখ টাকার মাল ছিল। তিনি আফজাল সু এর ডিলার।
ঘর মালিক অবসর পুলিশ সদস্য আমজাদ হোসেন জানান, তিনি রাত ১১টার সময় গেট বন্ধ করে বাসায় ঘুমিয়ে পড়েন। পথচারিদের চিৎকার শুনে জেগে উঠে দেখেন জুতার গোডাউন হতে ধুয়া বের হচ্ছে। তারপর ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।