Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৬-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৬

সুন্দরগঞ্জের পত্রিকা বিক্রেতা আব্দুর রহমান মারা গেছেন

সুন্দরগঞ্জের পত্রিকা বিক্রেতা আব্দুর রহমান মারা গেছেন

সুন্দরগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একমাত্র প্রবীণ পত্রিকা বিক্রেতা ও ইত্যাদি পত্রিকা বিতানের স্বত্বাধিকারী আব্দুর রহমান । 

অসুস্থজনিত কারনে আজ (সোমবার, ৩ জুন) পৌরসভার ৩নং ওয়ার্ডের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ৫ কন্যাসহ অসংখ্য গুনগৃহী রেখে গেছেন। বর্তমানে তার দুই ছেলে জাহেদুল ইসলাম ও জাহাঙ্গীর মিয়া পত্রিকা বিক্রেতার কাজ করে আসছেন। সোমবার (৩ জুন) রাত ৯টায় বাহিরগোলা ঈদগা মাঠে নামাযে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান মিঞা ও সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান আকন্দসহ ক্লাবে সব সদস্য গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জানা গেছে, দেশ স্বাধীনের পর থেকে এই উপজেলায় পত্রিকা বিক্রি করে আসছেন তিনি। পাশাপাশি তিনি দীর্ঘ ৪০ বছর ধরে উপজেলার কেন্দ্রীয় বাহিরগোলা জামে মসজিদের মোয়াজিনের দায়িত্ব পালন করেছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত পত্রিকার এজেন্ট ছিলেন তিনি। বিগত ৮০ দশকে তিনি ট্রেন যোগে ঢাকা হতে পত্রিকা নিয়ে এসে বিক্রি করতেন। 

উপজেলার সকল কর্মরত গণমাধ্যম কর্মীর শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন তিনি। তারই মাধ্যমে সকল পত্রিকার আগমন ঘটত উপজেলায়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad