নিজস্ব প্রতিবেদক►
সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজ হলরুমে আজ বুধবার (৯ আগস্ট) পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ-১ আসনের সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- অত্র কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: শফিউল ইসলাম, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, এহেতাসামুল হক, মিজানুর রহমান মিলন প্রমুখ।
বক্তারা কলেজটিকে গাইবান্ধা জেলার একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য উদাত্ত আহবান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মারুফ, আল আমিন ও মিম। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মাহফুজুর রহমান।