Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৯

সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট সোমবার

সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট সোমবার

সুন্দরগঞ্জ প্রতিনিধি►

সোমবার (১৭ জুলাই) সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহন চলবে। নির্বাচনে আনসার, পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রবিবার (১৬ জুলাই) বিকেলের মধ্যেই প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে নারীসহ ১৭ জন আনসার সদস্য ও ৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ ও বিজিবির ৩টি মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ১টি এবং ৯টি কেন্দ্রের জন্য একজন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 

নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারন সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারন সদস্য পদে ৫২ জন ।

উপজেলা নির্বাচন অফিসার ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার সেকেন্দার আলী জানান, চন্ডিপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৭৬ জন এবং নারী ভোটার ১২ হাজার ৮৮৮জন।

ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন থেকে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad