নিজস্ব প্রতিবেদক►
সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টায় জেলা কার্যালয়ে গাইবান্ধা জেলা সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক, যুবনেতা রানু সরকার, জুয়েল রানা, সুজন মাহমুদ, আবির খান প্রমুখ।
বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ নিজেদের হীনস্বার্থে বিশ্বের দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মানুষ হত্যা করছে। ফিলিস্তিনে গণহত্যার প্রত্যক্ষ সহযোগি এই মার্কিন সাম্রাজ্যবাদ। আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী আমেরিকা আজও আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করে চলেছে। তারা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ১ জানুয়ারি ভিয়েতনামের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়ন আমেরিকান কনস্যুলেট অফিসের সামনে বিক্ষোভ করতে গেলে তৎকালীন পুলিশ গুলি চালিয়ে মীর্জা কাদের ও মতিউল ইসলামকে হত্যা করে।