লালমনিরহাট সংবাদদাতা►
মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে লালমনিরহাট জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট জেলাপ্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলাপ্রশাসক মোহাম্মদ উল্যাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। মাদকদ্রব্য পরিবহণ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরওবৃদ্ধি করতে হবে।মাদকপ্রবণ এলাকায় পরিকল্পনা করে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও সাহিত্যচর্চা জোরদার করতে হবে। একজন শিক্ষার্থী নিয়মিত খেলাধুলা ও সাহিত্যচর্চা করলে তাঁর মধ্যে মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। কর্মহীনতা ও হতাশা মাদকাসক্তির অন্যতম কারণ। দেশে কর্মসংস্থান বাড়াতে শিক্ষার্থীদের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে হবে। মাদকাসক্তদেরকর্মসংস্থান প্রসঙ্গে জেলাপ্রশাসক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমেলালমনিরহাট জেলা কারাগারে বন্দিদেরপ্রশিক্ষণ প্রদান করা হয়েছে।সর্বশেষ যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৫০ জন কারাবন্দিকে৩ মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ প্রশিক্ষণের উদ্দেশ্য হলো,বন্দিরা জেলখানা থেকে বের হয়ে যাতে মাদকে না জড়ায়।
এ ছাড়াও তিনি বলেন, মাদক প্রতিরোধে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। পরিবারের সদস্যদের ছোটো থেকে নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে।
কর্মশালায় ১৫ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো: আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লালমনিরহাটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গত আড়াই মাসে বিজিবি ১৫১টিমাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করেছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজির উল্লাহ। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের সরবরাহ হ্রাস, চাহিদা হ্রাস ও ক্ষতি হ্রাসে কাজ করছে। মাদকের সরবরাহ হ্রাস করতে প্রশাসনের সহযোগিতায় লালমনিরহাটে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের চাহিদা হ্রাসে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া মাদকের ক্ষতি হ্রাসে মাসকাসক্তদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী, ইমাম, পুরোহিতসহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।