ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থাকতে চাই। তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর সংসদে যোগদান করেই এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছি। বালাসি-বাহাদুরাবাদ ঘাট টানেল নির্মাণ, সাঘাটা ও ফুলছড়িকে মহাসড়কের সাথে সংযোগ, দুই উপজেলায় পৌরসভা, নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চরাঞ্চলীয় বোর্ড গঠন সহ বিভিন্ন দাবি তুলে ধরেছি। সবার সহযোগিতায় দুই উপজেলার উন্নয়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ফুলছড়ি ও সাঘাটা উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃ নুরুল আমিন প্রমুখ।
এদিন ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ শ' শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।