সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা গাইবান্ধা-০৩ ( সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীনুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুজ্জামান, সাদুল্লাপুর থানার ওসি মোঃ মাহবুব আলম, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল সরকার ও সাধারণ সম্পাদক শহীদুল্লা হেল কবীর ফারুক, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, আব্দুর রহমান, বনিক সমিতির সভাপতি সফিউল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহজাহান সোহেল, কৃষকলীগের সভাপতি সৈয়দ বরহানুল হক রবার্ট, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এবিএম হান্নান মন্ডল প্রমূখ।