Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৫

সাদুল্লাপুর উপজেলার ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ‘বন্ধু মিলন মেলা’ অনুষ্ঠিত

সাদুল্লাপুর উপজেলার ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ‘বন্ধু মিলন মেলা’ অনুষ্ঠিত

সাদুল্লাপুর প্রতিনিধি

“যেখানেই থাকি যতদুর বন্ধন থাকে প্রাণে প্রাণে” এই শ্লোগানে সাদুল্লাপুর উপজেলার ২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ‘বন্ধু মিলন মেলা’ অনুষ্ঠিত হয়েছে। এতে এই উপজেলাস্থ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের ১৮০ জন শিক্ষার্থী অংশ নেন। 

শনিবার দিনব্যাপী সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। কর্মসুচির মধ্যে ছিল আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা ক্রেষ্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী। বক্তব্য রাখেন প্রধান অতিথি সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল কাদের মিয়া।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মকবুল হোসেন, সুরেন সরকার (গজো স্যার), থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম, শাহ আলম প্রধান, আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষার্থী মোন্তেজার রহমান চঞ্চল, এশরাফুল ইসলাম আরিফ, মিথুন কুমার সরকার প্রমুখ। এরপর শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad