Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩২

সাদুল্লাপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা

সাদুল্লাপুর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা

সাদুল্লাপুর প্রতিনিধি ►

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সাদুল্লাপুর উপজেলাকে “ক” শ্রেণীর (যার জমি ও গৃহ কিছুই নাই) গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে।

বুধবার সারাদেশে ৩য় পর্যায়ে (অবশিষ্ট) ও ৪র্থ পর্যায়ের (১ম ধাপ) ৩৯ হাজার ৩৬৫ জন গৃহহীন ও ভুমিহীন মানুষকে জমিসহ পাকা ঘর প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদুল্লাপুরসহ সারাদেশব্যাপি ২১১টি উপজেলাকে গৃহহীন ও ভুমিহীন ঘোষনা দেন। এরপর চতুর্থ পর্যায়ে এই প্রকল্পের আওতায় সাদুল্লাপুর উপজেলায় ২৩১ ভূমিহীন-গৃহহীন পরিবারকে আনুষ্ঠনিকভাবে জমিসহ পাকা ঘরের কবুলিয়ত, নামজারী থেকে শুরু করে অন্যান্য কাগজগুলো হস্তান্তর করা হয়।  

এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বক্তব্য দেন  প্রধান অতিথি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসান বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম বলেন, এর আগে প্রথম পর্যায়ে ১৭৯টি, দ্বিতীয় পর্যায়ে ২০০টি, তৃতীয় পর্যায়ে ১১০ এবং অন্য উপায়ে ৩০টি গৃহ গৃহহীন ও ভুমিহীনদের মধ্যে প্রদান করা হয়েছে। সর্বশেষ চতুর্থ পর্যায়ে গতকাল বুধবার ২৩১ সহ এ উপজেলায় মোট ৭৫০ জন উপকারভোগি পুনর্বাসিত হলেন।   

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad