নিজস্ব প্রতিবেদক►
গাঁজা পাচারকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই যুবককে গেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২৬ কেজি গাঁজা এবং পাচারকালে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আজ (বুধবার, ১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের গরুহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মৃত এলাহি বকশোর ছেলে মো. শাফিউল (৪০) এবং একই এলাকার জনাব আলীর ছেলে জিয়ারুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার ওই দুই যুবক রংপুর থেকে গাঁজা নিয়ে প্রাইভেট কারে করে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাদুল্লাপুর সড়কে থামানো হয়। সেখানে তাদের তল্লাশি করে ২৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।