সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে ওসি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সাদুল্লাপুর প্রেসকাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, কোষাধ্যক্ষ নয়ন কুমার সাহা, সাবেক সভাপতি শাহজাহান সোহেল ও মাহামুদুল হক মিলন, কার্যনির্বাহী সদস্য ছোলায়মান সরকার ও জাহাঙ্গীর আলম এই উপজেলার আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
ওসি সাদুল্লাপুর থানার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি চিহ্নিতকরণ এবং তা নিয়ন্ত্রণ রাখতে বদ্ধপরিকর বলে জানান এবং এ লক্ষ্যে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, ওসি মাহাবুব আলম এর আগে গাইবান্ধা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।