সাদুল্লাপুর প্রতিনিধি►
সাদুল্লাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্ম দিন এবং শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহি কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ, জয়েনপুর আদর্শ কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগীয় দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে শেখ রাসেলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর একটি র্যালি উপজেলা পরিষদ এলাকায় প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ কাওছার হাবীব। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আসাদুজ্জামান, সাদুল্লাপুর থানার ওসি মোঃ মাহবুব আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এবিএম হান্নান, সাদুল্লাপুর গার্লস কলেজের শিক্ষার্থী মোছা: হ্যাপি খাতুন প্রমুখ।
শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে কেন্দ্রীয় কর্মসূচি বড় পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।