সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভাড়া নিয়ে দ্বন্দ্বে যাত্রীর মারপিটে রাসেল মিয়া নামে এক ইজিবাইক চালক মারা যাওয়া ঘটনার একমাত্র আসামী লিমন সর্দারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিমন সর্দারকে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এরআগে গত বুধবার ঢাকার নারায়গঞ্জ থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত লিমন সর্দার উপজেলা খোর্দ্দকোমরপুর গ্রামের তরফ জাহান গ্রামের সেকেন্দার সর্দারের ছেলে।
প্রসঙ্গত, লিমন সর্দার সম্প্রতি রাসেল মিয়ার ইজিবাইক ভাড়া করে পলাশবাড়ী নিয়ে যায়। আবার ওই ইজিবাইকে পলাশবাড়ী থেকে মোজাহিদপুর ফিরে আসে। এই ভাড়া নিয়ে ওই যাত্রীর সাথে ইজিবাইক চালক রাসেলের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রাসেলকে বেধরক মারপিট করে। এতে রাসেল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মোজাহিদপুর গ্রামে শ্বশুর বাড়িতে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
এ ঘটনায় গত ৯ এপ্রিল নিহতের পিতা নান্দু শেখ বাদি হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।