সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানে ১০৩ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপন ও আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় এক প্রস্ততিমুলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছা: রোকসানা বেগম। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, সাদুল্লাপুর সরকারি কলেজের প্রতিনিধি মাহমুদুল হক মিলন, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসটিএম রুহুল আলম প্রমূখ।