সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় আজ মঙ্গলবার বিকালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী ও ফ্রেন্ডস্ এ বি এস শিবরাম আদর্শ বিদ্যাপীঠ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমীর সভাপতিত্বে এক আলাচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, বিশিষ অতিথি সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল আলম ও সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বেসরকারী উন্নয়ন সংগঠন ‘উদ্যোগ ফাউন্ডেশন’ এর নির্বাহী পরিচালক খন্দকার জিল্লুর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, প্রেসক্লাবের শাহজাহান সোহেল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, উজেলা আ’লীগ নেতা এসটিএম রহুল আলম, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যাপীঠের শিক্ষক আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। তখন তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে হবে।
এর আগে অনুষ্ঠানের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট-কলম-ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।