Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৫

সাঘাটায় ভুট্রা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাঘাটায় ভুট্রা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটায় একটি ভুট্রা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল অনুমান ১১টায় উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনার এলাকার মতলেব মিয়ার ভুট্রা ক্ষেত থেকে যুবকের এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের উদ্ধার করা মরদেহ উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মধ্য পবনতাইড় গ্রামের আজগর আলীর ছেলে রুবেল মিয়া (১৮) এর বলে নিশ্চিত করেছে পরিবার। রুবেলের বড় ভাই আব্দুর রাজ্জাক জানায় রুবেল অটোভ্যান চালাতো অন্যান্য দিনের ন্যায় গত রোববার বিকালে ভ্যান নিয়ে বেড়িয়ে পড়ে। কিন্তু সে আর ফিরে আসেনি। পরদিন বাদিনার পাড়া এলাকায় ভুট্রা ক্ষেতের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রুবেল মিয়ার মরদেহ সানাক্ত করে।

পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা যুবক রুবেলকে দুর্বৃত্তরা সুকৌশলে ডেকে নিয়ে হত্যার পর মরদেহ ভুট্রা ক্ষেতে ফেলে গেছে। 
সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রজ্জব যুবক রুবেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা একটি হত্যাকান্ড, মরদেহের সূরুতহাল রিপোট সংগ্রহ শেষে ময়না তদন্তের জন্য, মর্গে প্রেরণ করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত প্রেপ্তার করা হবে। 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad