নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিনামূল্যে স্ত্রী রোগ (গাইনি) বিষয়ক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা বাজারে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউণ্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন স্ত্রী রোগ (গাইনী) বিশেষজ্ঞ ও সার্জন ডা. ওয়ারেছা জামান বিভা ও ডা. মাহমুদুল হাসান মামুন।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাকালীন এ স্বাস্থ্য ক্যাম্পে ২৩১ জন দরিদ্র নারী চিকিৎসাসেবা গ্রহণ করে।
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে ২০১৫ সাল থেকে বিভিন্ন ধরণের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় এই ইউনিয়নে প্রতি তিন মাস পরপর স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে থাকে।