সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৬৮টি মন্ডপে শারর্দীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপে পিসি এপিসিসহ ৪৪৫জন আনসার ও ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল থেকে উপজেলা অফিসার ক্লাব চত্ত্বরে ওইসব সদস্য বাছাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন, উপজেলা প্রশিক্ষক অমলেন্দু সাজোয়াল প্রমুখ।
বাছাই কার্যক্রমে সাঘাটা উপজেলার আনসার ও ভিডিপির প্রায় ৭০০ সদস্য অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে পুরুষ ১২০ জন, মহিলা ১৩৬ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এছাড়া পিসি ১০ জন, এপিসি ৬৮ জন ও রির্জাভ ৩৩ জন বাছাই করা হয়।
এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ মন্ডপে ৮০ জন, গুরুত্বপূর্ণ মন্ডপে ৬৬ জন, সাধারণ মন্ডপে ১৮৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন বলেন, শারদীয় এ পূজা উৎসবমুখর পরিবেশে যাতে উদযাপন করতে পারে সেজন্য সবসময় সদস্যদের সজাগ থাকতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার সদস্যদের সজাগ থাকতে হবে।