Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৬

সাঘাটায় পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার সদস্য বাছাই

সাঘাটায় পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার সদস্য বাছাই

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৬৮টি মন্ডপে শারর্দীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মন্ডপে পিসি এপিসিসহ ৪৪৫জন আনসার ও ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। 

আজ রবিবার (১৫ অক্টোবর) সকাল থেকে উপজেলা অফিসার ক্লাব চত্ত্বরে ওইসব সদস্য বাছাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন, উপজেলা প্রশিক্ষক অমলেন্দু সাজোয়াল প্রমুখ।

বাছাই কার্যক্রমে সাঘাটা উপজেলার আনসার ও ভিডিপির প্রায় ৭০০ সদস্য অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে পুরুষ ১২০ জন, মহিলা ১৩৬ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এছাড়া পিসি ১০ জন, এপিসি ৬৮ জন ও রির্জাভ ৩৩ জন বাছাই করা হয়।

এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ মন্ডপে ৮০ জন, গুরুত্বপূর্ণ মন্ডপে ৬৬ জন, সাধারণ মন্ডপে ১৮৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। 

সাঘাটা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন বলেন, শারদীয় এ পূজা উৎসবমুখর পরিবেশে যাতে উদযাপন করতে পারে সেজন্য সবসময় সদস্যদের সজাগ থাকতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার সদস্যদের সজাগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad