সাঘাটা প্রতিনিধি ►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুলিশ অভিযান চালিযান ৯ জন জুয়ারিকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃতরা হলেন জুমারবাড়ি ইউনিয়নের থৈকরেরপাড়া গ্রামের আলী আহম্মেদের ছেলে আশরাফুল (৩৮), হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের দুল মিয়ার ছেলে মুকুল (২৭), একই গ্রামের দৌলতজ্জামানের ছেলে সুমন ( ২২), মৃত্যু কাদের প্রধানের ছেলে টুকু মিয়া (৩৮), আব্দুল জোব্বারের ছেলে রুহুল আমিন (৪০), মৃত্য - ইয়া বকসের ছেলে আনোয়ার হোসেন (৪৫), আব্দুল কাফির ছেলে আকতারুল (৪২), আবুল হোসেনের ছেলে খলিল (৪৫) ও আব্দুল আজিজের ছেলে আব্দুর রউফ মিয়া (৩৬) কে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের রুবেল সরকারের মুদির দোকানের পাশ্ববর্তী একটি ঘর থেকে তাদেরকে জুয়াখেলা অবস্থায় আটক করা হয়। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ারুদের জুয়াখেলা অবস্থায় আটক করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।