সাঘাটা প্রতিনিধি ►
ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে র্যালি বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ সহ-সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু সাঈদ, পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আজাহার আলী, নির্বাচন অফিস সহকারী রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিভিন্ন কর্মসুচি পালনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো প্রতিপাদ্যে কে সামনে রেখে আজ শনিবার (২ মার্চ) সাঘাটা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে র্যালী আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ছামিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী নির্বাচন অফিসার আল আমিন।