নিজস্ব প্রতিবেদক ►
সাংবাদিকতায় অবদানের জন্য গাইবান্ধায় দৈনিক যুগান্তর পত্রিকা ও মাছরাঙা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালসহ ৮ গুনিজনকে সম্মাননা দেয়া হয়েছে। গাইবান্ধার সাঘাটা উাপজেলায় কর্মরত সেচ্ছাসেবী সংগঠন উদয়ন স্বাবলম্বী সংস্থার ৪৪ বছর পুর্ত্তি উপলক্ষে আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যার পর এই সম্মাননা দেয়া হয়।
সাঘাটা উপজেলার পুটিমারীতে উদয়ন চত্তরে দিন ব্যাপী অনুষ্ঠানে সকালে জাতীয় ও সংগঠনিক পতাকা উত্তোলন করেন নারী নেত্রী অমিছা বেগম ও সংগঠনের নির্বার্হী প্রধান সাহাদৎ হোসেন মন্ডল । পরে দিনভর স্মৃতিচারণ ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় মঙ্গলদ্বীপ জেলে এক অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও দৈনিক যুগান্তর ও ইউএনবির গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, চিকিৎসা ক্ষেত্রে ডা: এবিএম আবু হানিফ, যুব সংগঠক রাজেশ বাঁশফোর, রত্নগর্ভা মা সিদ্দিক খানম, নারী নেত্রী মোছা: নুরুনন্নাহার বেগম, শেষ্ঠ প্রধান শিক্ষক মো: সিরাজুল হক সরকার, সাহিত্যে আলী ইব্রাহিম, শিক্ষক সঞ্জিব বর্মনসহ ৮ জনকে সম্মাননা দেয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ডা: এ বি এম আবু হানিফ। আলোচনা সভায় অংশ নেন একুশে টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি ,উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী প্রধান সাহাদৎ হোসেন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, খাদিজা বেগমসহ অন্যরা ।