নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেলার ‘সেবা’ খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে সম্মাননা পেয়েছে এসকেএস ইন। ২০২১-২২ অর্থ-বছরে রংপুর কর অঞ্চলের জেলা পর্যায়ে সেবাখাতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে এসকেএস ইন’কে সম্মাননা দেয়া হয়।
সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করেন কর কমিশনার মো. শাহীন আক্তার হোসেন। এসকেএস ইন-এর জেনারেল ম্যানেজার (জিএম) স্যামুয়েল হিলারী সম্মাননাটি গ্রহণ করেন।
আজ ১০ ডিসেম্বর ২০২৩, মূসক দিবস ও মূসক সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে রংপুর কর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেবা, উৎপাদন ও বিনিয়োগ- এ ৩টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।
রংপুর কাস্টমস এবং এক্সসাইজ কমিশনার ড. নাহিদা ফরিদী- এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি- এর প্রেসিডেন্ট মো. আকবর আলী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি- এর প্রেসিডেন্ট মো. রেজাউল ইসলাম মিলন, এবং ওমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি, রংপুর- এর প্রেসিডেন্ট ফেরদৌসি (পলি)।অনুষ্ঠানে এসকেএস ইনসহ রংপুর বিভাগের আরও ১১ মুসকদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।