Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৮

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল সৃজনশীল গাইবান্ধা

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল সৃজনশীল গাইবান্ধা

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানী গ্রামে অবস্থিত সৃজনশীল গাইবান্ধা সংগঠনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অধীনে গাইবান্ধা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন সনদপত্র পেল। যার নিবন্ধনকৃত প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর গাই/সদর/১৫৪১/২০২৩।

সোমবার (১৯ জুন) দুপুর ২ টায় গাইবান্ধা জেলার সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে সৃজনশীল গাইবান্ধার সভাপতি মো. মেহেদী হাসান এর হাতে সনদপত্র তোলে দেয় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: ফজলুল হক, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা। 

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৬১ সনের স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (নম্বর ৪৬) এর ৪ (৩) ধারার অধীনে গাইবান্ধা সদর উপজেলার "সৃজনশীল গাইবান্ধা" এই বর্ণিত শর্তাদি পূরণ করায় এই সংগঠনকে সরকারি সীলমোহরে নিবন্ধন করা হয়।

সৃজনশীল গাইবান্ধার সভাপতি মো. মেহেদী হাসান বলেন বলেন, সংগঠনটি ২০১৯ সাল থেকে গাইবান্ধার যুব উন্নয়ন, এসডিজি গোল বাস্তবায়ন, কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে আতœনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত, মাদকমুক্ত, জঙ্গীবাদমুক্ত, বাল্যবিবাহমুক্ত, পরিবেশ ও জলবায়ু রক্ষা, নারী ও শিশু অধিকার বাস্তবায়নের মাধ্যমে কাজ করা হচ্ছে।

এখন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সংগঠনের নিবন্ধন সম্পন্ন হওয়ায় কাজে আরও গতি আসবে বলে মনে করেন সৃজনশীল গাইবান্ধার সংগঠকরা। তারা আর্ত মানবতার সেবায় আগামীতে আরও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের পূর্বপরিকল্পিত স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা আরো এক ধাপ এগিয়ে গেলো বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad