নিজস্ব প্রতিবেদক ►
সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের ন্যায় ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে গাইবান্ধায় বিশাল "মশাল মিছিল" অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি গাইবান্ধা পৌরপার্কের স্মৃতিস্তম্ভ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডিবিরোডস্থ পৌরপার্কের মোড়ে এসে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিত বকসী সুর্য্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সুদের চৌধুরী, যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব অভিজিৎ দাস অভি, যুগ্ন আহবায়ক সাংবাদিক সঞ্জয় সাহা, ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব শুভ মহন্ত।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল সরকার, ব্রীজরোড দূর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি দূর্লভ চন্দ্র মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ সরকার বটু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক সুমন চক্রবর্তী, যুগ্ন আহবায়ক বিশাল সরকার, ঐশ্বর্য সাহা, সদর উপজেলার সাধারণ সম্পাদক দীপ মুন্সি, ছাত্র ঐক্য পরিষদ গাইবান্ধার বিভিন্ন নেতা-কর্মী সহ অনেকে।
উল্লেখ্য, বক্তারা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, ঐক্য পরিষদ ৭ দফা বাস্তবায়ন,সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ, সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন বাস্তবায়ন,সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ণ বাস্তবায়ন সহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।