Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৮-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৩

শেখ হাসিনার বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে বিএনপির বিক্ষোভ

শেখ হাসিনার বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে বিএনপির বিক্ষোভ

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) বিকেলে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। 

গোবিন্দগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও চলতি দপ্তরের দায়িত্বে থাকা সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ফারুক কবির আহম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, আহবায়ক কমিটির ১নং সদস্য মনোয়ার হোসেন রাজু, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা হাসানুর রহমান চৌধুরী ডিউক, হরিরামপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আজাহারুল ইসলাম প্রধান বিপ্লব, কোচাশহর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জহুরুল ইসলাম জাহিদ, রাজাহার ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম মাস্টার, যুবদল নেতা তৌহিদুল আলম জুয়েল, কাজী এহসানুল কবির রিপন, মঈন উদ্দিন লিপন ও জাকিরুল ইসলাম, সেচ্ছাসেবকদল নেতা শেখ শাহ আলম, রানু মন্ডল বাবু ও আনোয়ার হোসেন গোলাপ, মৎসজীবিদল নেতা নজরুল ইসলাম ও আশিকুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা সৈয়দ আল আমিন রনি, মনির হোসেন সরকার, খায়রুল ইসলাম ও আরিফ মাহমুদ প্রমুখ। 

গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad