Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫১

শুরু হলো মহান বিজয়ের মাস

শুরু হলো মহান বিজয়ের মাস

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এ মাসেই অর্জিত হয় জাতির চূড়ান্ত বিজয়।

একাত্তরে ডিসেম্বরের প্রথম দিন থেকেই মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পিছু হটতে থাকতে পাকিস্তানী হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধারাও এগোতে থাকেন ঢাকার দিকে। একে একে বিভিন্ন রণাঙ্গনে উড়তে শুরু করে স্বাধীন বাংলাদেশের পতাকা।

শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আসে ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সারা বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর লাল-সবুজের পতাকা।

মহান এ বিজয়ের মাস উদযাপনে জাতীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad