নিজস্ব প্রতিবেদক ►
শিশুর মেধা বিকাশে সিলেবাস ভিত্তিক ড্রইং। আর্ট শেখা কঠিন কিছু নয়, শুধু সহজ কৌশল জানতে হয়। কৌশল শেখো, চিত্র আঁখো এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা শহরের মধ্যপাড়াস্থ পাল্স ক্লিনিক সংলগ্ন গাইবান্ধা আর্ট একাডেমীর শুভ উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে আর্ট একাডেমীর শুভো উদ্বোধন করেন গাইবান্ধা পৌর সভার প্যানেল মেয়র মো. শহিদ আহম্মেদ (শহিদ)। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সরোজ দেব, গাইবান্ধা আর্ট একাডেমীর পরিচালক গোলাপ চন্দ্র বর্মন, সুজন কুমার, সজিব আহমেদ, অলোক সরকার, সোহেল, আবেদ আলী সরকার, আব্দুল্যাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন।