Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৯-২০২৩, সময়ঃ সকাল ১১:৫২

শপথ নিলেন দেশের ২৪তম প্রধান বিচারপতি

শপথ নিলেন দেশের ২৪তম প্রধান বিচারপতি

মাধুকর ডেস্ক►

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। আজ মঙ্গললবার সকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথ পড়ান।

গত ১২ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হবেন। সোমবার সুপ্রিমকোর্টে নিজের শেষ কর্মদিবস পার করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ। 

বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে জেলা বারের সনদ পান। তিনি ১৯৮৮ সালে হাইকোর্টের এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৯৬ থেকে ২০০১ সালে তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০২০ সালের ৩ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad