নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার চর ও নদী অববাহিকা অঞ্চলের মানুষের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও পরিষেবাকে আরো সহজলভ্য করার উদ্দেশ্যে এসকেএস ফাউণ্ডেশন গাইবান্ধা জেলায় এসআরএইচ আর প্রকল্প বাস্তবায়ন করছে। ডাচমিনিষ্ট্রি অবফরেন এফেয়ার্স, অরেঞ্জনলেজ প্রোগ্রামের অধীনে নাফিক দ্বারা পরিচালিত সিনোপ-নেদারল্যান্ড এর নেতৃত্বে কনসোটিয়াম কন্সিলিয়েরি প্রাইভেট লিঃ ও সেরাক বাংলাদেশ যৌথ উদ্যোগে এসকেএস ফাউন্ডেশনের এসআরএইচ আর বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ কওে যাচ্ছে। মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন প্রশিক্ষণ লব্ধ ধারণা এবং বিভিন্ন কার্যক্রম থেকে প্রাপ্ত শিখন বিনিময় করার উদ্দেশ্যে এসকেএস ফাউণ্ডেশন লার্নিং শেয়ারিং ওয়ার্কসপ আয়োজন করেন।
এই ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.ইমরুল কায়েস- উপ নির্বাহী প্রধান, এসকেএস ফাউণ্ডেশন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কামরুল হাসান, ডিরেক্টর-কন্সিলিয়েরি, উইলকোভিশার- ছিনোপ নেদারল্যান্ড ও করমেনকুর্বেক্স এবং সাইফুল আলম- পরিচালক (উন্নয়ন কর্মসূচী), এসকেএস ফাউণ্ডেশন।
এছাড়াও অংশ গ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন এসআরএইচআর মাষ্টার ট্রেইনার, ফিল্ড ফ্যাসিলেটেটর, অভিভাবক (কিশোরীদেও মা-বাবা), ড. অনামিকা সাহা- উপাধ্যক্ষ এসকেএস স্কুল এন্ড কলেজ, ব্যবস্থাপক এসকেএস হসপিটাল এবং এসকেএস ফাউণ্ডেশনের প্রশিক্ষণ ইউনিটের প্রতিনিধিও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।