Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১১-২০২৩, সময়ঃ সকাল ১০:৩০

রাজনীতির নামে অগ্নি-সন্ত্রাস ও গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ

রাজনীতির নামে অগ্নি-সন্ত্রাস ও গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে রাজনীতির নামে অগ্নি-সন্ত্রাস এবং গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ ও সকল নিহতদের স্মরণে গাইবান্ধায় ‘প্রদীপ প্রজ্জ্বলন‘ করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে পৌর শহীদ মিনার চত্তরে ‘যুদ্ধ নয়, শান্তি চাই‘ স্লোগানে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। 

প্রথমে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালণ করে অনুষ্ঠানের সূচনা হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখওয়াত হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক রউফ মিয়া, অমিতাভ দাশ হিমুন, আলমগীর কবীর বাদলসহ সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। 

বক্তারা রাজনীতির নামে অগ্নিসন্ত্রাস, গাজায় ইসরাইলের আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহবান জানান। এর আগে যুদ্ধ বিরোধী সঙ্গীতে অংশ নেন জোটের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad