রংপুর সংবাদদাতা►
আলাদা শিল্পনীতি প্রণয়ন, স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ কৃষি নির্ভর রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে প্রাক বাজেট আলোচনা সভায় নানা সুপারিশ তুলে ধরেন রংপুর অঞ্চলের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, শুল্ক ছাড়ের পাশাপাশি রংপুর অঞ্চলের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে বাজেটে বিশেষ বরাদ্দ প্রয়োজন। এখনও রংপুর অঞ্চলের ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি অর্থনীতির ওপর নির্ভরশীল। গ্যাসের অভাবে সুযোগ থাকলেও এই অঞ্চলে শিল্পায়ন হয়নি। তবে বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত গ্যাস পাইপ লাইন সংযোগ নির্মানের পর আশার আলো দেখছে ব্যবসায়ীরা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রংপুর প্রাক বাজেট আলোচনায় রংপুর অঞ্চলের সমস্যা ও সম্ভবনা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন উদ্যোক্তারা।
ব্যবসায়ী নেতারা বলেন, উত্তরের স্থলবন্দরগুলোকে আধুনিকায়ন, রেল যোগাযোগের উন্নয়ন করা গেলে আমদানি রপ্তানির বড় জোন হতে পারে রংপুর বিভাগ। অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন,বন্ধ চিনিকলগুলো সচল করার পাশাপাশি উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিশেষ সুবিধায় ঋণ, প্রণোদনাসহ নানা বিষয় তুলে ধরেন তারা।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম বলেন, রংপুর অঞ্চলের উন্নয়নে ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরিতে উদ্যোগ নেয়া হবে। আমাদের শিল্প ব্যবসার গতি আরও বাড়ানোর জন্য যেটা প্রয়োজন, সেটা আমরা করে দিবো। আমরা সবসময় শিল্প এবং ব্যবসাবান্ধব রাজস্বনীতি প্রণয়ন করে থাকি।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর থেকে আমরা যেটা করছি, কর হার কমাব, কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করব। ফাঁকি দেওয়ার অভ্যাসটা আমাদের সবাইকে পরিবর্তন করতে হবে।’
এসময় আসন্ন বাজেটে আলাদা শিল্পনীতি, শুল্কহার কমানোসহ নানা প্রস্তাবনা রাখা হয়। একই সঙ্গে কৃষি শিল্প বিনিয়োগে বিশেষ বরাদ্দ দাবি করেন ব্যবসায়ীরা।