রংপুর সংবাদদাতা►
রংপুরে যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিনজন।
আজ (শনিবার, ৮ জুন) দুপুরে রংপুরের গঞ্জিপুর ভিন্নজগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।তাৎক্ষণিকভাবে মৃতের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপা রানী নামে কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা মারা যান।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা পুশিলের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানায়, নিহতের দুজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এ ঘটনায় বাসচালক পলাতক রয়েছে।