মাধুকর ডেস্ক
রংপুরের গঙ্গাচড়ায় বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গঞ্জিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গঞ্জিপুর এলাকার জাহাঙ্গীর (৩৫) ও গাইবান্ধার সুমন (২৫)। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছন অন্তত ২০ জন। বাসটি উদ্ধারের কাজ চলছে।