Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৩৩

রংপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপিত

রংপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপিত

রংপুর সংবাদদাতা

‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’— এই প্রতিপাদ্য নিয়ে রংপুরে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪’ উদ্‌যাপিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

রংপুর বিভাগীয় পরিসংখ্যান অফিস ও জেলাপ্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। 

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর বলেন, নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়ণে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নের জন্য পরিকল্পনা প্রয়োজন, আর পরিকল্পনা গ্রহণে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। এখন ডিজিটাল পদ্ধতিতে শুমারি হওয়ায় পরিসংখ্যানে সঠিক তথ্য প্রতিফলিত হচ্ছে। তিনি স্থানীয় প্রতিটি আর্থসামাজিক বিষয়ে জরিপ করার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তৃতায় জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, আমাদের প্রত্যেকের পরিসংখ্যান পড়া উচিত, জানা উচিত। আমরা যেখানে যেতে চাই, তার প্রথম সোপান হলো, স্মার্ট পরিসংখ্যান। তাই, ২০৪১ সালের অনেক আগেই পরিসংখ্যানকে স্মার্ট হতে হবে। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান বিষয়টি আবশ্যিক করা উচিত। পরিসংখ্যানকে স্মার্ট করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় রংপুর বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক মোঃ ফজলুল কবীর বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য সরকারি দপ্তরসমূহে ব্যবহার করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান পরিসংখ্যান তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি পরিসংখ্যান-সংশ্লিষ্টদের তথ্য-প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো: শাহ্‌জামান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্মার্ট পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে সঠিক পরিসংখ্যানের সমন্বয় থাকা উচিত। তিনি বলেন, দেশীয় উপাত্ত বিশ্লেষণ পদ্ধতি আরও উন্নত করতে হবে। এজন্য পরিসংখ্যানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দক্ষ করে গড়ে তুলতে হবে। 

বিশেষ অতিথির বক্তৃতায় রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ বলেন, স্মার্ট পরিসংখ্যান হবে নির্ভুল, সময়োচিত, মানসম্মত ও নির্ভরযোগ্য। স্মার্ট পরিসংখ্যানের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন, সংরক্ষণ ও প্রকাশ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করতে হবে। পরিসংখ্যান আইন, ২০১৩ প্রসঙ্গে তিনি বলেন, এই আইনে পরিসংখ্যান তৈরিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী নিকট তথ্য প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। এ আইন সঠিক পরিসংখ্যান তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। 

আলোচনাসভার শুরুতে রংপুর বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মো: শফিকুল ইসলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, গড় আয়ু, জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, সাক্ষরতার হার-সহ আর্থসামাজিক বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান সম্পর্কে আলোচনা করেন।

আলোচনাসভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, নেতৃস্থানীয় ব্যক্তি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভার পূর্বে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad